বরিশালে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন, সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১৩৭৮ জন। মোট ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত বরিশাল মহানগরী ১০৩৩ ও সদর উপজেলা ২৪ জন, বাকি নয়টি উপজেলায় ২৯৮ জনসহ সর্বমোট ১৩৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের।
জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ১৮৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। জেলা পুলিশে ৪২ জন, নগর পুলিশের ১৮৯, আর আর এফ পুলিশ-৪, আর্মড-১, নৌ পুলিশ ২ জন নিয়ে মোট ২৩৩ জন। র্যাবের- ১৪ জন, এন এস আই-২ এবং ব্যাঙ্কার-২৭ জন।
গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকে মিডিয়া সেল।