জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত। গেল ১ সপ্তাহ ধরেই অসুস্থ তিনি। ৩ দিন আগে এই অভিনেত্রীর করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
শুক্রবার তমার করোনায় আক্রান্তের খবর জানাজানি হয়। আজ শনিবার তার কাশি এবং শ্বাসকষ্ট আগের চেয়ে বেড়েছে। এদিন সন্ধ্যায় আরটিভি নিউজের এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় বার বার কাশি ও শ্বাসকষ্টের জন্য ঠিক মতো কথা বলতে পারছিলেন না তমা মির্জা। এদিকে গেইম রিটার্নস ছবির নায়িকার বাবাও করোনায় আক্রান্ত ছিলেন। তবে আজকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ছোট ভাই আগের চেয়ে সুস্থ আছেন। কিন্তু মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। এছাড়া তার গাড়ির ড্রাইভারও করোনায় আক্রান্ত বলে জানান তমা মির্জা।