মোবাইল ফোন, চশমা বা বাজার বা পার্স ব্যাগের মাধ্যমে করোনা-সহ নানা ধরনের ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, বাইরে থেকে বাড়িতে ফিরেই হাত ধোয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনও খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর মাছের বাজারের ব্যাগে যদি রক্তের দাগ লেগে থাকে, তাহলে বাড়িতে ফিরেই সেই ব্যাগটিকে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আর ব্যবহারের পার্স ব্যাগও ধুয়ে মুছে নিন। ভারতের চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, চশমার কাচ ও ফ্রেম ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর চশমা পরিষ্কার করার জন্য যে বিশেষ লোশন আছে, তা দিয়ে কাচ ও ফ্রেম খুব ভালোভাবে মুছে নিতে হবে। যে কোনও কাপড় দিয়ে মুছলে হবে না। চশমার খাপে যে কাপড় দেয়া থাকে, তা দিয়েই মুছতে হবে।