শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাকরিয়া হায়দার।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। বার্মিজ মার্কেটের বেশির ভাগই কাপড়ের দোকান বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।