আজ থেকে শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। বৈধকরণ প্রক্রিয়া আজ থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে। এর আগে গেল বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন এক বিবৃতিতে এ তথ্য জানায়। কন্সট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে। এবং কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। বর্তমানে করোনা মহামারির কারণে অসংখ্য অভিবাসীকর্মী কাজ হারিয়ে কঠিন সময় পার করছেন। বৈধতা দেয়ার ঘোষণায় অভিবাসী কর্মীদের মধ্যে স্বস্তি ফিরছে। বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় রয়েছে বলে মনে করছে এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া।