সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে সাকিবকে গলা কেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের এক যুবক । রোববার রাত ১২ টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এই হুমকি প্রদান করে ওই যুবক । দক্ষিণ সুনামগঞ্জের ধিরাই থেকে সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সিলেঠে নিয়ে আসা হয়। এরআগে, ফেসবুক লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিবকে গলা কেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের ওই যুবক। ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় ৩৩ বছর বয়সী তারকাকে এ হুমকি দেওয়া হয়। হুমকিদাতা মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে।