নিউজ এবিসি প্রতিবেদন : বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার নোয়াখালীবাসীর গোড়ায় পৌঁছে দিতে ৯ এপ্রিল/২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার দুপুর ০১.৩০ মিনিটে নগরীর চৌমহনীর মোরশেদ আলম কমপ্লেক্স এ বাংলাদেশের জুয়েলারী সেক্টরে প্রথম ISO Certified সর্ববৃহৎ, সর্বোচ্চ সংখ্যক শোরুম বিশিষ্ট গোল্ড, ডায়মন্ড ও প্লাটিনাম এর গহনা বিক্রয়, বিপণন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড এর নিজস্ব শোরুম এর পর্দা উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব দিলীপ কুমার আগরওয়ালা। এ সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রশাসনের কর্তা ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন শোরুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে ডায়মন্ড ওয়ার্ল্ড শুধুমাত্র চৌমহনী শাখায় চাঁদরাত পর্যন্ত দিচ্ছে Diamond Jewellery এর উপর 25% Discount, Gold Jewellery এর Making Charge এর উপর 50% Discount| এছাড়াও উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা শর্ত সাপেক্ষে পাবেন ফ্রী আকর্ষনীয় ডায়মন্ড জুয়েলারী। বাড়তি আকর্ষন হিসেবে রাখা হয়েছে র্যা ফেল ড্র এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। প্রতিষ্ঠানটির যাবতীয় আপডেট পাওয়া যাবে https://www.diamondworldltd.com/ লিংকে এবং ফেসবুক https://www.facebook.com/DiamondWorldLtd/
দিলীপ কুমার বলেন বিভিন্ন সময়ে আমরা নোয়াখালীর ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি তাই নোয়াখালীবাসীর আগ্রহ বিবেচনায় এনে এবং তাদের যাতে কষ্ট করে ঢাকা মূখী না হওয়া লাগে সেই জন্য এই শোরুমটি উদ্বোধন করা হলো। আমরা শতভাগ গুনগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময়ে তিনি নোয়াখালী ও চৌমহনীবাসীর সহযোগিতা কামনা করেন।