আরাফাত সরকার রাসেলঃ বন্ধুত্ব হলো ভাতৃত্বের অপর অংশ। জীবনে চলার পথে সকলেরই সঙ্গী প্রয়োজন। দুর্দিনে সবার আগে ছুটে আসে প্রকৃত বন্ধুরাই। স্কুল জীবনের বন্ধুত্ব হলো সবচেয়ে মধুর সম্পর্ক। যেখানে থাকে কোনো স্বার্থ কিংবা ধনী গরীব বৈষম্য। একসঙ্গে পাঁচটি বছর অতিক্রম করতে সখ্যতা হয়ে উঠে বন্ধুগুলোর সাথে যারা স্থান করে নেয় মনের মনিকোঠায়। কুমিল্লার মুরাদনগরে দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৭ এর সহপাঠীদের সমন্বয়ে উপজেলা পরিষদ সড়কের পাশে অবস্থিত ক্যাফে দানাসে আয়োজিত হয়েছে ইফতার পার্টি। যেখানে দীর্ঘদিন পর সহপাঠীদের একাংশের একত্রিত হওয়ায় সৃষ্টি হয়েছিল আনন্দঘন পরিবেশ। হুট করেই যেন চলে গিয়েছিল সকলে স্কুলের বেঞ্চে ফেলে আসা আড্ডায়।