নিউজ এবিসি বিনোদন প্রতিবেদন : ঈদ অনুষ্ঠান মালায় চ্যানেল আই এর ঈদ আয়োজনের ৭ম দিন দুপুর ২,৩০ মিনিটে রাজীর মণি দাস এর রচনা,সবুজ খান এর পরিচালনায় বিশেষ নাটক“লাভ গিফট” । নটকটির গল্পে দেখা যাবে দিদার ফাঁকা ব্রীজের উপর দাড়িয়ে আছে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পূর্বে সবকিছু ভালো করে দেখার ইচ্ছা করছে।আবার ভাবছে কী লাভ মৃতু ̈র পূর্বে পৃথিবীর মায়া বাড়িয়ে। দিদার যখন আত্মহত্মার পথে ঠিক সেই মুহূর্তে আফিয়া এসে তাকে বাঁচায়। আফিয়া জানতে চায় “কেন সে এই রকম ভয়ংঙ্কর একটা ঘটানার জন্ম দিতে যাচ্ছে। দীদার বলে তার বাঁচার অধিকার নেই তাকে কেন শুধু শুধু বাঁচালো। আফিয়া বুঝায় আত্মহত্মা কখনো কোনো কিছু সমাধান হতে পারেনা। আফিয়া তাকে অনেক কিছু বুঝায় এবং আফিয়ার সাথে কথার বলার মাঝে তাদের মধ্যে এক প্রকার বন্ধুত্ব তৈরি হয়। যদিও সময়টা অনেক কম। তারপরও যেন এই বন্ধুত্ব দীর্ঘদিনের। দীদার আফিয়ার বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায়। এক সময় দীদার বলে দীর্ঘ বছর ধরে হাফসার সাথে তার ভালোবাসার সম্পর্ক। কিন্তু হাফসা আজকে সম্পর্ক শেষ করে দিয়েছে। কারণ চাল চুলোহীন ছেলেকে সে বিয়ে করতে পারবেনা। সম্পর্ক বড় না টাকা। টাকা দিয়েই কি পৃথিবীর সমস্ত কিছু চিন্তা করা যায়। দিদার আফিয়াকে কথা গুলো বলছে এবং তার চোখ দিয়ে বেদনার অশ্রু গড়িয়ে পরছে। হাফসাকে ভুলতে শত চেষ্টা সে করেছে, কিন্ত সে বেঁচে থাকতে সেটা সম্ভব নয় তাই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আফিয়া দীদারের কাছে থেকে হাফসা সম্পর্কে সবকিছু খুঁটে খুঁটে বের করে নেয়। আফিয়া কথা দেয় যে করেই হোক তার ভালোবাসার মানুষটিকে তার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু সেটা কি করে সম্ভব শুধু এক মাত্র আফিয়াই জানে। আফিয়া দিদারকে একটি চাকরি ব্যবস্থা করে দেয়। এক জন আরেক জনের খরব নেয়, দেখাও হয় প্রতিনিয়ত। এ যেন হৃদয়টার আরেক টান। আফিয়া দীদারকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা করে কিন্তু সেটা দীদার বুঝতে পারে না। মনের মাঝে সব সময় ভেসে উঠে হাফসার মুখের হাসি। পৃথিবীর ভেস্তে গেলেও যেন হাফসাকে কিছুতেই ভুলতে পারবেনা সে। দীর্ঘদিন পর আফসার ফোন পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে দীদার।হাফসা তার সাথে দেখা করতে চায় এ যেন মেঘ না চাইতেই বৃষ্টির সামিল। নির্দিষ্ট জায়গা দেখা করতে যায় দু’জন। হাফসা তার ভুল বুঝতে পারে সে নিজেও বুঝতে পারে যে সে দিদারকে ছাড়া বাঁচাতে পারবেনা। এতদিন দীদার পর্দার অন্তরালে যে ভাবে সব সময় তাকে বিভিন্ন ভাবে আনন্দ ভরিয়ে রেখেছে। বিশেষ করে দীদারের দেওয়ার প্রত্যেকটা গিফট মৃতি হয়ে মিশে আছে মনের মনিকোঠায়।হাফসা দিদারকে সবকিছু খুলে বলে, কিন্তু দিদার এসব ঘটনার কোনো কিছুই জানেনা। মনে পড়ে আফিয়ার কথা ̧ দিদার এই মুহূর্তে বুঝতে পারে সত্যি সে কাকে ভালোবাসে। হাফসা আই লাভ ইউ বললে দিদার তার কোনো প্রতিত্তর না করে দৌড়ে চলে যায় আফিয়া দিকে। হাফসা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে দিদারের দিক পানে। এভাবে এগিয়ে যায় গল্পের প্রতিটি চরিত্র। “লাভ গিফট”নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, আতিকা আফসানা, সূচনা সিকদার ও কঁচি খন্দকার।