বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা ২০২৩ এ পাখিদের জন্য মানুষের হাতে তৈরি বাসা নিয়ে এসেছে উদ্দীপন হেরেমখানায় চলতো অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিঃএর সাবেক এমডি এস এম শামসুল আরেফিন সহ ২ জনকে গ্রেফতার করেছে দুদক উপজেলা পরিষদ নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠ হবে : প্রধানমন্ত্রী সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো তৎপর হতে রাষ্ট্রপতির আহ্বান ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হলো ঢাকা প্রেসক্লাবের নির্মাণাধীন বাড়ির লিফটের পানিতে বাচ্চার লাশ বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহম্মেদ চৌধুরী (দাদা ভাই) এর ৩২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

বাংলাদেশে জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে লন্ডনে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭ Time View

নিউজ এবিসি : আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিশেষজ্ঞবৃন্দ ঐতিহাসিক প্রামাণ্য দলিলসমূহ পর্যালোচনা এবং বিশ্লেষণ করে ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের দোসরদের সংঘটিত নারকীয় জেনোসাইডের অনতিবিলম্বে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি পুণর্ব্যক্ত করেছেন    

১৯৭১ সালে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মঙ্গলবার, গত ২৫শে এপ্রিললন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অরিয়েন্টাল এ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর সেমিনার কক্ষে ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ) আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তাগণ এই দাবি পূণর্ব্যক্ত করেন

বক্তারা বলেনআন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চলমান ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধের কারণে ঐতিহাসিকভাবে প্রমাণিত এই ন্যাক্কারজনক জেনোসাইড এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। যুগ যুগ ধরে পাকিস্তানের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচারণার কারণে একাত্তরের জেনোসাইডের শিকার লাখো লাখো নারী ও পুরুষ এবং তাদের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত এই জেনোসাইডের ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই এখুনি সঠিক সময় বিশ্বের সকল অঞ্চলে জেনোসাইডের ও নির্যাতনের শিকার জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে এসে তাদের ন্যায্য অধিকার এবং ন্যায় বিচারের জন্য দাবি তুলতে হবে।      

সিম্পোজিয়ামের উদ্দেশ্য ছিল একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে ব্রিটিশ এবং ইউরোপীয় রাজনীতিবিদনীতিনির্ধারকমানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদদের মাঝে সচেতনতা তৈরি করা উল্লেখ্য১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান স্যার পিটার শোর এমপি ব্রিটিশ সংসদে পাকিস্তানি নৃশংসতার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে ২৩৩ জনেরও বেশি সংসদ সদস্য  বাংলাদেশে জেনোসাইড বন্ধ এবং বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি চেয়ে আরেকটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।

ইবিএফ ইউকে-এর সভাপতি আনসার আহমেদ উল্লাহর সভাপতিত্বে সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক ক্রিস ব্ল্যাকবার্ননেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য হ্যারি ভ্যান বোমেলজার্মান মানবাধিকার কর্মী ক্লডিয়া ওয়াডলিচলন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার শেখ মোঃ শাহরিয়ার মোশাররফকিংস কলেজযুক্তরাজ্যের ওয়ার স্টাডিজ বিভাগের সিনিয়র ফেলো ডঃ আয়েশা সিদ্দিকাবেলজিয়ামের সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড কোঅপারেশন (ডিআরসি-গ্লোবাল) এর সিনিয়র গবেষক অধ্যাপক ডাঃ তাজিন মুর্শিদবাংলাদেশের দি নিউ এইজ পত্রিকার সাবেক সম্পাদক সৈয়দ বদরুল আহসানইরানিবালুচ মানবাধিকার কর্মী রেজা হোসাইনবরইবিএফনেদারল্যান্ডস এর সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়াইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশসুইজারল্যান্ড এর সভাপতি রহমান খলিলুর মামুনস্বাধীনতা ট্রাস্ট ইউকের নির্বাহী সদস্য ভাল হার্ডিংডাচ শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী ভিলেম ফন ডের গেস্ট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস  এর চার্লস ওয়ালেস ভিজিটিং ফেলো সাদ এস খান

বাংলাদেশের জেনোসাইড বিংশ শতাব্দীতে প্রত্যক্ষ করা জঘন্যতম গণহত্যার একটি। বাংলাদেশ সরকারের মতে১৯৭১ সালের নয় মাস যুদ্ধকালে আনুমানিক ত্রিশ লাখ মানুষ নিহত হয়দুই লাখেরও বেশি নারী নির্যাতনের শিকার হয় এবং দশ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। দুর্ভাগ্যবশতবাংলাদেশের জেনোসাইড আজ ইতিহাসের একটি বিস্মৃত অধ্যায়ে পরিণত হয়েছে। ইবিএফের দাবিনৃশংসতার শিকার লাখো নারীপুরুষ এবং তাদের পরিবারের সদস্যদের ন্যায়বিচার উপহার দিতে ১৯৭১ সালের জেনোসাইডকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।

সিম্পোজিয়ামটি ব্রিটিশ বাংলা নিউজ টিভি এবং দ্য নিউ সান বাংলা পোস্টের ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © newsabcbd  
Design & Developed by: A TO Z IT HOST
minhaz